আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) বান্দরবান,প্রতিনিধি >>> বান্দরবান'র নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের ল্যান্ড মাইন বিস্ফোরণে মোঃ ছালাম (৪২) নামের এক বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়েছে।শনিবার (২৯ মার্চ) বেলা আনুমানিক ১:৩০ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নস্থ চাকঢালা চেরারমাঠ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।বিস্ফোরণে আহত মোঃ ছালাম (৪২) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নস্থ চাকঢালা চেরারমাঠ এলাকার মৃত আফজাল মিয়া'র পুত্র।স্থানীয় তথ্য সুত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ চাকঢালা বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৪/এর শূণ্য লাইন হতে আনুমানিক ২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি (এএ) কর্তৃক দখলকৃত পুরান মাইজ্জা ক্যাম্পের দায়িত্বপূর্ণ আশেপাশের এলাকায় আরকান আর্মি কর্তৃক পুঁতে রাখা ল্যান্ড মাইন বিষ্ফোরণে মোঃ ছালাম (৪২) এক জন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়। আহত যুবক লাকড়ি সংগ্রহের জন্য মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করার প্রাক্কালে ল্যান্ড মাইন বিস্ফোরণের শিকার হন। এসময়, বিস্ফোরণে আহত ব্যক্তির বাম পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক যুবক আহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।