আজ ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্তে একেবারেই শুনশান নিরবতা


আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি

বান্দরবান জেলার নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকার পুরু অংশ একেবারে শুনশান নিরব অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৮ টা ১৫ মিনিট এই খবর লিখা পর্যন্ত। ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার সীমন্ত লাগোয়া বাসিন্দা ব্যবসায়ী মোঃ ফুরকান জানান, বিগত কয়েক সপ্তাহ পর্যন্ত তাদের সীমান্ত এলাকায় কোন ধরনের গোলাগুলি বা বিস্ফোরণের আওয়াজ শুনা যায়নি। নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা আমতলী মাঠের ইউপি সদস্য মোঃ ফরিদ জামান, তাদের ৪৪ এবং ৪৫ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে আগেকার মত মিয়ানমার অভ্যন্তর থেকে কোন বিস্ফোরণের আওয়াজ এখন আসছে না। জামছড়ি এলাকার ইউপি সদস্য মোঃ সাবের জানান, গত এক সপ্তাহ পর্যন্ত তাদের সীমান্ত পয়েন্ট দিয়ে বিস্ফোরণের কোন তীব্র শব্দ শুনা আসেনি।

উল্লেখ্য বিগত কয়েক বছর ধরে মিয়ানমার অভ্যন্তরে সরকার নিয়ন্ত্রিত বাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরকান আর্মির সঙ্গে তাদের মাঝে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে তীব্র যুদ্ধ চলে আসছে। চলতি সময়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকার মিয়ানমার অংশের ২৭১ কিলোমিটার এলাকা সম্পূর্ণ বিদ্রোহী সংগঠন আরকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর