আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ‍্যংছড়ির সীমান্তে বিপুল টাকা সহ এক চোরাকারবারি আটক


আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়িতে এক চোরাকারবারিকে নগদ ৯,৫০,০০০ (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা সহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১১ বিজিবি)।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী বিওপির‌ টহল দল কর্তৃক সীমান্ত সড়ক সংলগ্ন রোহিঙ্গা টিলা নামক স্থান থেকে অবৈধভাবে মিয়ানমার অনুপ্রবেশের সময় স্হানীয় এক চোরা কারবারিকে নগদ ৯,৫০,০০০ (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকাসহ আটক করেছে বলে জানা যায়। টাকা সহ আটক হওয়া মিজানুর রহমান মিজান (৩৫) তার পিতার নাম মৃতঃ আবু বক্কর সিদ্দিক, তার স্থায়ী ঠিকানা ফুলতলী ৯ নং ওয়ার্ড, সদর ইউনিয়ন, নাইক্ষ‍্যংছড়ি। আটককৃত চোরা কারবারিকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে নাইক্ষ‍্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সুত্রে জানা গেছে। এ বিষয়ে নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেল আহমেদ নোবেল এসি বলেন, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালন প্রতিরোধে ব্যাপকভাবে তৎপর রয়েছে বিজিবি সদস্যরা।

উল্লেখ্য উক্ত ফুলতলী সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী মিয়ানমারে প্রতিদিন বাংলাদেশের হরেক রকম পণ্য কাঁধে করে সিন্ডিকেট প্রধানদের বেতনভুক্ত শ্রমিকদের সমন্বয়ে লক্ষ লক্ষ টাকার মালামাল মিয়ানমার অভ্যন্তরে পাচার করে আসছে। বাংলাদেশী হরেক রকম পদের মালামাল মিয়ানমারে বিক্রি করে আসার পথে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে নিয়ে আসছে, গরু, মহিষ, সিগারেট সহ ইয়াবা। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যরা রাত দিন সমানভাবে চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কাজ করে আসছে সীমান্ত এলাকা জুড়ে। চোরাচালানে জড়িতরা সীমান্ত এলাকার স্থায়ী হওয়াতে বিভিন্ন গহীন অরণ্য দিয়ে সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এই চোরাচালান কর্ম করে আসছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর