আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি):
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে জামায়াতের ইউনিট-ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টা বিকাল ৫ টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার উদ্যোগে দিনব্যাপি এ শিক্ষা শিবির কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমীর মুহাম্মদ ছলিম উল্লাহ'র সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা আহসান হাবিব'র পরিচালনায় অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক হামেদ হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিন জেলার সহ সভাপতি মুহাম্মদ রফিক বশরি, জামায়াতের নাইক্ষ্যংছড়ি উপজেলা আমির মাওলানা ওমর ফারুক সিরাজী, নায়েবী আমির আলহাজ্ব ইলিয়াছ সওদাগর এবং ঈদগাও উপজেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা ছৈয়দুল হক।
দিনব্যাপি শিক্ষা শিবিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার ওয়ার্ড, ইউনিটের শত শত দায়িত্বশীলগন অংশগ্রহণ করেন।
আলোচকগন শিক্ষা শিবিরে কর্মীদের সঠিক নেতৃত্বগঠন, চরিত্র গঠন, প্রাথমিক পুঁজি, দায়িত্ব ও কর্তব্য, কাঙ্খিত মান নিয়ে ব্যাপক আলোচনা করেন।