আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) বান্দরবান >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন হয়েছে।রবিবার (২৩ ফেরুয়ারী) বিকেল আনুমানিক ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদিয়ে এ মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রকৌশলী অভিজিৎ চৌধুরী, বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন’র উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা’র নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ওমর ফারুখ সিরাজী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিক আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরুল বশর, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল।অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা পেশাজীবি ফোরামের সভাপতি হাফেজ আবু সুলতান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ইফসান খান ইমন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক সাংবাদিক মাহমদুল হক বাহাদুরসহ স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অতিরিক্ত সচিব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলে মডেল মসজিদের নব-নিয়োগপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথি’র বক্তব্যে উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন বলেন, মসজিদের খোরাক হচ্ছে মুসল্লী। তাই মসজিদে মুসল্লী থাকতে হবে। এই মসজিদ হবে মুমিনদের মিলনস্থল। এ ছাড়াও এ মডেল মসজিদের সার্বিক বিষয়গুলো যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং মুসল্লিদের যেন কোন অসুবিধা না হয় এ বিষয়ে সবার লক্ষ্য রাখার কথাও বলেন এ উপদেষ্টা।
Leave a Reply