আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ও এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকালে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বাইশারী বাজার চত্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।
জানা যায়, বাইশারীর নারিচবুনিয়ায় এক মাদকাসক্ত ব্যক্তিকে ছাত্র জনতা ধরে এবং তার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। এই ঘটনার জের ধরে বাইশারী বাজার পরিচালনা কমিটির প্রতিষ্ঠিত ব্যবসায়ী অর্থ সম্পাদক নুরুল ইসলাম ও ব্যবসায়ী আবুল বাশার নয়ন'র উপর রোববার (৩ নভেম্বর) রাতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পরিকল্পিতভাবে উপর্যুপরি হামলা চালায়। এতে নুরুল ইসলাম ও আবুল বাশার নয়ন ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়েন।
এসময় স্থানীয় ব্যবসায়ীরা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বাইশারী বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ও ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা, এলাকাবাসী ও বাইশারী বাজারের প্রধান সড়ক ও অলিতে-গলিতে বিক্ষোভ মিছিল ও বাজার চত্বরে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আজিজুল হক, হাফেজ মাওলানা এহসান হাবিব ও ব্যবসায়ী মোহাম্মদ সেলিম উল্লাহ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বাইশারী বাজার পরিচালনা কমিটির একজন অর্থ সম্পাদক ও ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার পরেও ঘটনার পরেও প্রশাসনের নীরব ভূমিকা ও গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।