আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযান: অস্ত্র ও গুলি উদ্ধার


ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া রাবার বাগান এলাকায় বিজিবি’র অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।বুধবার (১২ফেব্রুয়ারি ) বিকাল ৫ টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন অধিনস্থ ভাল্লুকখাইয়া বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া রাবার বাগান এলাকায় গমন করেন এবং উক্ত স্থানে তল্লাশি করে জঙ্গলের ভিতর থেকে ১টি অবৈধ দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড গুলি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেন।উদ্ধারকৃত ১টি অস্ত্র এবং ১ রাউন্ড গুলি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর ও পলাতক আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এমনটাই জানিয়েছেন,নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।তিনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর