আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে জাতীয় যুব দিবস পালিত


আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি

নাইক্ষ্যংছড়িতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম’র সভাপতিত্বে ও যুব উন্নয়নের সহকারী অফিসার শাহাবুদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাবুব আলম ইলাহী।

সভাপতি’র বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, চাকুরির পেছনে অনবরত না ছোটে আত্মকর্মসংস্থান তৈরির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য জোর দিতে হবে। এছাড়াও তিনি বলেন প্রশিক্ষণ নিয়ে তা যুবক-যুবতীদেরকে বাস্তবে প্রয়োগ করতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে বেশি দক্ষ ও পরিশ্রমী হওয়ার জন্য বলেন।

এতে অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার ক্যবুহ্লী মারমা প্রমুখ। বক্তব্য ও আলোচনা সভা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করা হয়। এছাড়াও ১০জনকে ৪ লক্ষ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিরা। এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও যুবক-যুবতিরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর