আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে কোন অবৈধ ইটভাটা হবে না আইনশৃঙ্খলা সভায়- ইউএনও


আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি

পাহাড়ি জনপদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবৈধ কোন ইটভাটা হবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মাজহারুল ইসলাম।তিনি বুধবার (১৩ নভেম্বর) ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কোন অন্যায় সহ্য করা হবে না। তিনি সরকারী কর্মকর্তা-বেসরকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীলসহ সর্বসকলকে নিজ নিজ দায়িত্বশীলতার সাথে দায়িত্বপালনের আহবান জানান। এর আগে আরো ২ টি সভা এ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভা গুলো হলো ভোক্তা অধিকার বিষয়ক সভা ও উপজেলার মাসিক সভা।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু, থানার অফিসার ইনচার্জ মোঃ মাশরুরুল হক, হাসপাতালের ইনচার্জ( টিএইচও) ডা: এনজেট সেলিম এনএসআই এর এডি মোহাম্মদ হোসাইন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজলসহ বিজিবির প্রতিনিধি, উপজেলার সকল দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্কার সদস্য, শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার চলমান উন্নয়ন বিষয়ের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করা হয়।
এছাড়া চোরাচালান, থানার মামলা ও অন্যান্য সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর