ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্য'কে আটক করেছে বিজিবি।আটক জাহেদুল ইসলাম রাব্বি (১৮) বাইশারী ইউপি'র পশ্চিম নারিচবুনিয়া এলাকার লাল মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবি'র জোয়ানরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।এসময় আটককৃতের কাছ থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও এ্যামোনিশন (৩ রাউন্ড গুলি) জব্দ করা হয়।আটককৃত জাহেদুল ইসলাম রাব্বি বিজিবি'র জিজ্ঞাসাবাদে বলেন,দীর্ঘদিন ধরে নুরুল আবছার প্রকাশ লেংড়া আবছারের ডাকাত টিমের একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল বলে স্বীকারোক্তি দেন।২১ ফেব্রুয়ারি সকালে নাইক্ষ্যংছড়ি থানা ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান,বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া থেকে জাহেদুল ইসলাম রাব্বি নামে এক ডাকাতকে বিজিবি কর্তৃক সোপর্দ করেছে থানায়।সে বাইশারীর পশ্চিম নারিচবুনিয়া এলাকার বাসিন্দা।সে দীর্ঘদিন ধরে রামু থানার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোনারপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়,সে ডাকাত দলের প্রধান লেংড়া আবছারের টিমে সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতি ও অপকর্ম করে আসছিলেন বলে জানায়। তার বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।