আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবী মুহাম্মদ (সা.) ছিলেন ঐক্যের প্রতীক


দরবারে গারাংগিয়া বাঁশখালী যিকির মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে নূর জাহান কনভেনশন হলে ৮ম বারের মতো ২ দিনব্যাপী পবিত্র মিলাদুন্নবী (স.), মাসিক যিকির, গারাংগিয়ার হযরত বড় হুজুর (রহ.), হযরত ছোট হুজুর (রহ.) এবং আমাদের প্রত্যেকের মরহুম মাতা-পিতা, মুরুব্বিগণের ইছালে সাওয়াব মাহফিল ৮ ও ৯ নভেম্বর ২০২৪ জুমাবার-শনিবার অনুষ্ঠিত হয়। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত হাদিয়ে দ্বিনেমিল্লাত পীরে কামেল মুরশেদে বরহক আলহাজ্ব শাহ্সুফি মাওলানা মাহমুদুল হক মজিদী পীর ছাহেব কেবলা গারাংগিয়া।

বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ খাদেমে শরিয়ত ও তরিক্বত হযরতুলহাজ্ব শাহ্সুফি মাওলানা আহমদ নজির এর সভাপতিত্বে খতমে কুরআন, খতমে খাজেগান ও ইসালে সাওয়াবের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বিন নজির, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ হেলাল (জুনাইদ), পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গারাংগিয়া দরবার শরীফের শাহ্জাদা আলহাজ্ব মাওলানা আবু রাশেদ মুহাম্মদ মহিউদ্দীন ছিদ্দিকী, আহমদিয়া ডলামপীর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তৈয়ব ফারুকী। দুইদিনব্যাপী মাহফিলে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন শাহ্ সুফি মাওলানা ইসহাক হুজুর, উত্তর জলদি মুহাম্মদীয়া ফাতিমাতুযযাহরা (রা.) মহিলা মাদরাসার সুপার হযরত মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী, পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ (রহ.) সিনিয়র মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল জব্বার, মাওলানা সৈয়দ জগলুল ইসলাম, শাহ্ মাওলানা আবুল হাশেম। আরও উপস্থিত ছিলেন শাহ্জাদা মাওলানা হাফেজ নুর হোসেন, আলহাজ্ব মাওলানা আবুল কাসেম, মাওলানা অধ্যক্ষ বদরুল হক, হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ ফারুকী।

আলোচনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব মাওলানা হাফেজ শাহ্ আলম, জাফরাবাদ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) শাহ্ মাওলানা ইউসুফ বিন নুরী, মাওলানা আবদুল্লাহ আল নোমান, মাওলানা এনামুল হক জিহাদী, মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা তৈয়ব আলী মজিদী, মাওলানা ড. মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন, মাওলানা আনোয়ারুল আজিম গাজী, মাওলানা আকতার হোসেন ফারুকী, মাওলানা শাহব উদ্দীন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা সৈয়দ জসিম উদ্দীন তৈয়বী। বক্তারা বলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন জীবন ও বিপ্লবের শান্তির প্রতীক। ছিলেন ঐক্যের মশাল, নিরাপত্তা ও কল্যাণের বার্তাবাহক। মানবজাতিকে তিনি সত্য, সরল ও শান্তির পথে আহবান করেছেন। ডেকেছেন মিল্লাতে ইবরাহীমের দিকে। পরিচালিত করেছেন আদর্শের পথে, যেন তারা ইহকাল-পরকালে শান্তি লাভ করে সফল জীবন অর্জন করতে পারে। রাসূল (সা.) কে শান্তি ও কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসেবে আখ্যায়িত করে আল্লাহ তাআলা বলেন- ‘আমি তোমাকে বিশ্বজগতের প্রতি রহমতরূপেই প্রেরণ করেছি’। প্রধান মেহমানের হেদায়তি নছিহত, মিলাদ শরীফ ও মোনাজাতের মধ্যদিয়ে ২ দিবব্যাপী ৮ম মিলাদুন্নবী (স.) মাহফিল সমাপ্ত হয়। বিভিন্ন অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক), সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, আলহাজ্ব নজির আহমদ, আলহাজ্ব মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহাম্মদ আবু নাছের,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর