আজ ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নজাতকের স্বাভাবিক মৃত্যু’কে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা,অভিযোগ স্থানীয়দের


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী

চট্টগ্রামের কর্ণফুলীতে ৬ মাস বয়সী এক নবজাতকের স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে একটি পক্ষ সেটা ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ শাহমিরপুর এলাকায় বাচ্চাদের খেলা ধুলাকে কেন্দ্র করে মো: ইসমাইল ও বেবি আক্তারের সাথে রবিউল হোসেন ও তার মা খুরশিদা বেগমের কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষ,পরে ৯৯৯ খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কিছুক্ষণ পর জানা যায় বাড়ির ভিতরে অবস্থানরত রবিউল হোসেনের বোনের ৬মাস বয়সী নবজাতক মারা যায়। হাতাহাতির ঘটনাকে ভিন্নখাতে রুপ দিতে একটি গোষ্ঠী সেই নবজাতকের স্বাভাবিক মৃত্যু’কে অস্বাভাবিক মৃত্যু বলে অপপ্রচার চালাচ্ছে বলে জানান স্থানীয়রা।

(২ মার্চ) রবিবার বিকাল চারটার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়ন ৭নং ওয়ার্ড দক্ষিণ শাহমিরপুর জাগিরপাড়ার ছনার বাপের বাড়ি এলাকায় এঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান,হাতাহাতির কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়,ঘটনার কিছুক্ষণ পর জানা যায় ইয়াছমিন বেগমের ৬মাস বয়সী নবজাতক মারা গেছে, মৃত্যু হওয়া ওই নবজাতক জন্মের পর থেকে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন,হাতাহাতি হওয়া স্থানের আশেপাশে ওই নবজাতক শিশুটি ছিলনা, স্বাভাবিকভাবে ওই নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানান প্রতিবেশীরা কিন্তু দীর্ঘদিন আগে ইসমাইলের সাথে রবিউল হোসেনের মামলা সংক্রান্ত বিরোধ থাকায় হাতাহাতির ঘটনাকে ভিন্নখাতে নিতে স্বাভাবিক মৃত্যু’কে অস্বাভাবিক মৃত্যু বলে অপপ্রচার করছে তারা।

এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ বলেন,শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে এঘটনায় একটি মামলা রুজু করা হচ্ছে,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর