আজ ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরে বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১


চাটগাঁর সংবাদ ডেস্ক:

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ নাজমুল হক (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

শনিবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত র‌্যাব-৭। গতকাল চট্টগ্রাম জেলার মীরসরাই থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট বাসিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়।

গ্রেফতারকৃত মোঃ নাজমুল হক চট্টগ্রাম মীরসরাই থানাধীন মধ্যম ওয়াহেদপুর এলাকার নুরুল হকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কতিপয় মাদক ব্যবসায়ী একটি কাভার্ডভ্যান যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে; এমন গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার মীরসরাই থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চলাকালে র‌্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে কাভার্ড ভ্যানটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি মোঃ নাজমুল হককে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তার দেখানো ও সনাক্তমতে কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটের পিছনে মালামাল রাখার স্থানে দুইটি ট্রাভেল ব্যাগ ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ২৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ সহ আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার মীরসরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর