অনলাইন ডেস্ক: কোভিড-১৯ ঠেকাতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে না চলা ও গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করায় জিইসি মোড়ের ৬টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে শনিবার (২৯ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।
রেস্টুরেন্টগুলোর মধ্যে পিজা হাটকে ৩ হাজার, দি গামবিয়া ফুডকে ২ হাজার, জামান মেজবানি রেস্টুরেন্টকে ৩ হাজার, বাসমতী রেস্টুরেন্টকে ৩ হাজার, হোটেল জামান অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার, লবিয়ত রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়।