মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো >>> নগরীর বয়রা বাজার এলাকায় অভিযান সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের অপসারণ করেছে খুলনা সিটি করপোরেশন ( কেসিসি)। আজ ১৩ ফেব্রুয়ারী সকালে এ অপসারণ কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্না। এ সময় ফুটপথ দখল করে ব্যাবসা করার অপরাধে হোটেল ব্যাবসায়ী মনির কাজীকে ৩ হাজার টাকা, হার্ডওয়্যার ব্যাবসায়ী মো: মুজিবরকে ২ হাজার টাকা, ট্রেড লাইসেন্স নবায়ন না করার অপরাধে পাবনা মিষ্টি ঘরের সত্ত্বাধীকারী দীন ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় একই অপরাধে জলিল সরনীর হোটেল সাদ এর মালিক আব্দুর রাজ্জাককে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন, কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন সহ কেএমপির সদস্যরা। জনসার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Leave a Reply