ধর্মপাশায় ব্রীজ ও রাস্তা নির্মানে সময় ক্ষেপণ ও অনিয়মের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজরের ৩৭ মিটার আরসিসি ব্রীজ নির্মান ও ১২০০ মিটার রাস্তা নির্মান কাজে টিকাদার কর্তৃক অহেতুক সময় ক্ষেপণ ও অনিয়মের অভিযোগে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন করেছে এলাকার ব্যবসায়ী এবং সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে অংশগ্রহণ করে ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন হাওর এলাকায় ভৌত-অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১বছরের অধিক সময় পূর্বে কার্যাদেশ গ্রহন করে এবং প্রকল্পের কাজ এবছরের শেষ নাগাদ কাজ সম্পূর্ণ হওয়ার কথা কিন্তু ঠিকাদর অহেতুক সময় ক্ষেপনের ফলে আরসিসি ব্রিজের মাত্র ২০ ভাগ কার্য সম্পাদন হয়েছে। এবং ১২০০ মিটার রাস্তার মধ্যে এখনো ৪০০ মিটার রাস্তা অবশিষ্ট রয়েছে।
এসময় বক্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি তদন্তের মাধ্যমে বের করে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের বাকি কাজ সম্পূর্ণ করার দাবি জানান।
পরে উপজেলা নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আরিফুল ইসলাম মুরাদ, নেএকোনা