আজ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারী ব্লাড ব্যাংকের অর্ধযুগ পূর্তি উদযাপন


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দোহাজারী ব্লাড ব্যাংকের অর্ধযুগ পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৮ জুলাই) দোহাজারী পৌরসভাস্থ জাছিম কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্ভোধন করেন বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু।

বিকালে বর্ষপূর্তির কেক কাটার মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনটির অ্যাডমিন এসএম ওয়াহিদ রনির সভাপতিত্বে কামরুল ইসলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক নাছরীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনটির অ্যাডমিন মাইনুদ্দিন হাসান।

আলোচনায় অংশ নেন- উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, দোহাজারী প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দীন বাবলু, সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন সভাপতি মো. লোকমান হাকিম, দোহাজারী পৌরসভা আ.লীগ সহ-সভাপতি শাহ্ আলম মেম্বার, দোহাজারী পৌরসভা যুবলীগ আহবায়ক মোহাম্মদ মনচুর আলী ফয়সাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু, দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ আহমেদ তানজিমুল ইসলাম, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ শেখ সাদী, এনুমিয়া-আয়শা খাতুন ফাউন্ডেশন চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক রবিউল ইসলাম, আলোকিত দোহাজারী ম্যাগাজিন সম্পাদক মৌলানা আব্দুল গফুর রব্বানী, দোহাজারী গ্রীণ হাসপাতাল চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, মুহিম বাদশা, হাসানুজ্জামান, আবু বক্কর হারুন, আব্দুর রব রনি, শাহাদাৎ সালেহীন, মো. হাসান, শুভ বড়ুয়া, মো. তারেক রাফি, অভি নাথ, রিদুয়ানুল হক প্রমূখ।

আলোচনা সভা শেষে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় গাউসিয়া কমিটি বাংলাদেশ, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম, আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন, আলহাজ্ব আফজল সওদাগর ফাউন্ডেশন, এনুমিয়া-আয়শা খাতুন ফাউন্ডেশনসহ ৭০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া শিক্ষা ক্ষেত্রে মফিজুল্লা খান শিশু বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা আলী আজম খান, ক্রীড়া ক্ষেত্রে দোহাজারী আবাহনী ক্রীড়া চক্র, দোহাজারীতে বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গ্রীণ হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান সেরা উদ্যোক্তা, বৃহত্তর দোহাজারীর ইতিহাস-ঐতিহ্য ও সমস্যা-সম্ভাবনা প্রচার প্রসারে বিশেষ অবদান রাখায় ত্রৈমাসিক ম্যাগাজিন আলোকিত দোহাজারী, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী (কারিগরি) নির্বাচিত হওয়া জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাছনিমা করিম ঋতু ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) নির্বাচিত হওয়া দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা চক্রবর্ত্তী রোদেলা ও পর পর তিনবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়া দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা হামিদ তামান্নাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুন ফেইসবুক গ্রুপভিত্তিক সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিগত ৬ বছর ধরে দক্ষিণ চট্টগ্রাম জুড়ে মুমূর্ষু মানুষের জরুরি রক্তের প্রয়োজনে রক্তদাতা সংগ্রহ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। স্থানীয়দের কাছে এই কাজ বেশ প্রশংসিত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর