আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে শেখ রাসেল স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে সেহাব উদ্দিন খালেদ একতা সংঘ চ্যাম্পিয়ন


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কিল্লাপাড়া শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রথমবারের মত আয়োজিত শেখ রাসেল স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (২৬ মার্চ) বিকালে কিল্লাপাড়া সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় দোহাজারী তরুণ প্রজন্ম একতা সংঘকে ট্রাইবেকারে পরাজিত করে হযরত সেহাব উদ্দিন খালেদ (রহঃ) একতা সংঘ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক এম.ফয়েজ আহমদ টিপু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান। উদ্ভোধক ছিলেন সেভেন সীজ শিপিং লাইন্স সিইও মো. আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দীন খান মুরাদ, দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য এসএম জামাল উদ্দিন, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেলিম হোসাইন, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক রবিউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহাজারী মডেল চাইল্ড গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের সওদাগর, সমাজ সেবক মফিজুর রহমান, আ.লীগ নেতা নুরুল আলম বাচন, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এরশাদুর রহমান সুমন, আলোকিত যুব সমবায় সমিতির সভাপতি কায়সার মোহাম্মদ আলমগীর, সাবেক জাতীয় ফুটবলার শওকত খান, কাজী মাওলানা মফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক প্রবীন দাশ সুমন, সিনিয়র সদস্য নুরুল কবির নয়ন, আ.লীগ নেতা আব্দুর রশিদ, ব্যবসায়ী আব্দুর রহিম সওদাগর, দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মশিউর রহমান রাশেদ, সাধারণ সম্পাদক আলম খান, বরকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সরোয়ার কামাল, বৈলতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম আজাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু তালেব, আব্দুল খালেক, মো. শাহজাহান, নুরুল ইসলাম সবুজ, জাহেদুল ইসলাম প্রমূখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর