চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার মহাসড়কের রাস্তার দু’পাশে দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় শাহাবুদ্দিন নামে ৫০ হাজার ও আইয়ুব আলী নামে ১০ হাজার, সোহেল নামে ১ হাজার টাকা সহ তিন ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত দোহাজারী পৌর এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় এই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা ২০-৩০টি মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, মহাসড়কের রাস্তা অবৈধভাবে দখল করে আসছিলেন কতিপয় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র। উচ্ছেদ অভিযান পরিচালনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট উদ্ধারকৃত সড়ক হস্তান্তর করা হয় এবং প্রয়োজনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
উচ্ছেদ অভিযানে দোহাজারী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী, চন্দনাইশ থানার দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পুলিশ, গণ্যমাধ্যম কর্মী, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply