মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের এ আয়োজনে সহযোগিতা করে রক্তদান সংশ্লিষ্ট অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দোহাজারী ব্লাড ব্যাংক।
বুধবার (২৯ জুন) দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সেবা গ্রহণ করেন প্রায় তিন শতাধিক নারী-পুরুষ।
পরীক্ষায় পজেটিভ রোগীদের হাসপাতাল থেকে বিনামূল্যে ১ মাসের ডায়াবেটিস ও প্রেসারের ওষুধ ফ্রি দেয়া হয়েছে। এছাড়া কম ওজনের রোগীদের কৃমির ওষুধ ও ভিটামিন ফ্রি দেয়া হয়েছে।
এতে উপস্থিত ছিলেন- দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আসিফুল ইসলাম, ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু, ডা. আলোদ্বীপা মজুমদার, ডা. শাইরা ফাইরুজ যেবা, ডা. নাফিসা নূর, দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন মাঈনুদ্দীন হাসান, মেহেরুল হাসান, জুনাইদ সালেহ, খন্দকার মোঃ সাইফুদ্দিন, জাহিদুল ইসলাম সাকিব, কার্যকরী সদস্য কামরুল ইসলাম মোস্তফা, সহ-কার্যকরী সদস্য বিনয়মিত্র ভিক্ষু, ফয়সাল উদ্দিন, শাহেদ হোসাইন, সাব্বির হোসেন, সাইফুল ইসলাম আসিফ, শওকত রায়হান প্রমূখ।
Leave a Reply