আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের উদ্বোধন ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ


চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ‘গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুভ উদ্বোধন ও জিসিএস এডুকেশন স্কলারশিপ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিদ্যালয়টির হলরুমে আলোচনা সভা গ্রীন চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এমএ আলমের সভাপতিত্বে নামেরি নামুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ও সিনেট মেম্বার ড. সুকান্ত ভট্টাচার্য্য। উদ্বোধক ছিলেন ওমানের বাংলাদেশ ইন্টারন্যাশনাল (ইউকে) স্কুল জালান এর প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুল মান্নান (সি আই সি)।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন -চন্দনাইশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল প্রধান শিক্ষক শফিউল ইসলাম আলমগীর, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের লেকচারার মোহাম্মদ নাজিম উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক মো. রাকিব হোসাইন, নাহার বিল্ডার্সের চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন জনি, ব্যাংকার টিএম আতিকুল্লাহ ইসলামাবাদী, ব্যাংকার এমএম ওসমান ওমরী, মুন্সি আব্দুর রব সৌরভ, গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক- এড. রিদওয়ানুল হক, মোহাম্মদ সোলাইমান, মো. ইউনুস, ওবাইদুল আকবর টুটুল, রোকন উদ্দিন আজম, সাংবাদিক নাসির উদ্দীন, দেলোয়ার হোসেন প্রমুখসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে জিসিএস এডুকেশন স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে বিজয়ী মোট ৭২জন শিক্ষার্থীকে বৃত্তি পুরষ্কার প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর