চন্দনাইশ প্রতিনিধিঃ স্থানীয় জনগণের অভিযোগে ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারীতে অবৈধভাবে পাহাড়ি ও কৃষিজমির মাটি কাটার দায়ে গোপন সংবাদে ভিত্তিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি এর নেতৃত্বে একদল সেনাবাহিনী।
তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি। তবে এসময় লুকানো অবস্থায় অবৈধভাবে পাহাড়ি ও কৃষিজমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর স্থানীয়দের সহযোগিতায় বিকল করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব জঙ্গল জামিরজুরী আনছার আলীর খামার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।