আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক সংগ্রাম পত্রিকা প্রকাশনার ৫০ বছর পুর্তি উপলক্ষে বিশিষ্টজনদের সন্মাননা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।


মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো >>> দৈনিক সংগ্রাম পত্রিকা প্রকাশনার ৫০ বছর পুর্তি উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও শোভা যাত্রা শেষে বিশিষ্টজনদের সম্মাননা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ ২১ জানুয়ারী সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এসময় তিনি বলেন, অনেক সংগ্রাম ও ত্যাগ ও পরিশ্রমের মধ্যে দিয়ে একটি পত্রিকার প্রকাশ ও প্রতিষ্ঠা লাভ করে।দৈনিক সংগ্রাম পত্রিকা ও দীর্ঘ বন্ধুর পথ অতিক্রম করে আজকের এ অবস্থানে পৌছেছে। তিনি দৈনিক সংগ্রাম পত্রিকার ৫০ বছর পুর্তিতে সকল কলাকুশলী, পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি আরো বলেন, দৈনিক সংগ্রাম পত্রিকা সাংবাদিকতার একটি আতুর ঘরের মত, অনেকেরই হাতেখড়ি হয়েছে এই পত্রিকার মাধ্যমে। সংগ্রাম পত্রিকা সত্যর সন্ধানে এগিয়ে যাক।মিথ্যাকে নিমজ্জিত রেখে সত্যর প্রকাশ ঘটাক।সততার সাথে পরিস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জ ডিআইজি মো : রেজাউল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা প্রেসক্লাবের অন্তবর্তিকালীন কমিটির আহবায়ক মো : এনামুল হক, সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সমাজের বিশিষ্টজনরা এসময় উপস্থিত ছিলেন। এর আগে দৈনিক সংগ্রাম পত্রিকার ৫০ বছর পুর্তি উপলক্ষে এক বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীতে খুলনায় নিয়োজিত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর