ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক বলেছেন, দুর্নীতির হিসাব দুনিয়াতে যেমন দিতে হবে, তেমনি আখেরাতেও দিতে হবে। গত ষোল বছর এই শিক্ষাপ্রতিষ্ঠান'কে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করা হয়। ইতিমধ্যে অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। অথচ এখনো দুর্নীতিবাজরা গোপনে ষড়যন্ত্র ও মামলাবাজি করছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ, জামায়াত ইসলামীর আমীর মাওলানা ওমর ফারুখ, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর, মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগী ও অতিথিদের মাঝে পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।