আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দু’দিন ব্যাপী ইসলামপুর মাখযানুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা


রাঙ্গুনিয়া প্রতিনিধি

বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা কবির আহমদ(রহঃ) প্রতিষ্ঠিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবস্থিত ইসলামপুর মাখযানুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। দু’দিন ব্যাপী (২২ ও ২৩ ডিসেম্বর) রোববার ও সোমবার মাদ্রাসা মাঠে দিনব্যাপী বার্ষিক সভা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান রনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাশেমী, প্রধান বক্তা ছিলেন ভারত দারুল উলুম জাকারিয়া (দেওবন্দ) মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি হোসাইন বিন সাইদ আহমদ পালনপুরী(রহঃ), বিশেষ বক্তা ছিলেন ফটিকছড়ি বাবু নগর মাদ্রাসার মুফতি ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান, হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা ড. নুরুল আবছার আজহারী, চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আজিজুল হক আল-মাদানী, মুফতি মনিরুজ্জামান আল-জামী, মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা নুরুল আলম-সহ বিভিন্ন মাদ্রাসার পরিচালক ও মুফতিগণ বক্তব্য রাখেন। এদিকে মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ ও মাওলানা আবুল কালাম।

এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর মাখযানুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ খোরদশেদ আলম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, জেবল হোসেন, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম মেম্বার, হাজী আব্দুস সত্তার, ড. মোরশেদ, বুদুরুস কোম্পানি, সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালেক, হারুন মুফিজ, লোকমান, মাস্টার আজগর আলী, মুহাম্মদ আজিজ, হাসান, মহরম মিয়া ভুট্টো, উপদেষ্টা হাজী আহমদ মিয়া, মুফতি আবুল কালাম আজাদ, আমেরিকান প্রবাসী ডা. ইদ্রিস, প্রফেসর আনোয়ার, আব্দুল খালেক, অলি আহমদ, মুহাম্মদ হোসেন, সদস্য হাজী ইকবাল, প্রবাসী কামাল, প্রবাসী মুহাম্মদ মুছা, আইয়ুব আলী আকাশ প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর