আজ ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দিঘলিয়া থানাধীন বারাকপুর ইউনিয়নের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

দিঘলিয়া থানাধীন বারাকপুর ইউনিয়নের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বারাকপুর বনাম নন্দনপ্রতাপ এর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচের শুভ উদ্ধোধন করেন,কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এ্যান্ড ফিনান্স,অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এ্যান্ড অপারেশন্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। সমাজে মাদকের ভয়াবহতা থেকে দুরে থাকতে নতুন প্রজন্মকে নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করতে আহবান জানান। অনুষ্ঠানে খুলনা জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার বহুজন খেলা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী বারাকপুর টিমের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর