নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ মধ্যম হালিশহর পতেঙ্গা জুয়েলারি মালিক কল্যাণ আঞ্চলিক সমিতির নতুন কমিটি গঠন ২ জুন বিকেল ৫ টায় কাসাব্লাঙ্কা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক প্রণব সাহার সভাপতিত্বে এবং সম্ভু ধরের সঞ্চালনায় নতুন কমিটি গঠন উপলক্ষে (বাজুস)'র বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)'র জেলা শাখার সহ-সভাপতি সিদুল ধর,যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত ধর, সদস্য সম্ভু ধর,রুবেল ধর। দক্ষিণ মধ্যম হালিশহর পতেঙ্গা জুয়েলারি মালিক কল্যাণ আঞ্চলিক সমিতির নতুন কমিটির সভাপতি লিটন ধর,সিনিয়র সহ-সভাপতি রকি বিশ্বাস,প্রদীপ বণিক,সহ সভাপতি ভাগ্যধন দত্ত,সজীব দাশ,সরবিন্দু ধর,সত্য কুমার ধর,মন্টু সরকার ,নুর আহম্মদ,সাধারণ সম্পাদক দিলীপ ধর,অতি সাধারণ সম্পাদক সত্যজিত ধর,সহ-সাধারণ সম্পাদক দিপক ধর,জীবন সিংহ,সুমন ধর, মিঠুন ধর,লিটন ধর,শিমুল ধর ,অর্থ সম্পাদক শ্যামল দাশ, সাংগঠনিক সম্পাদক রুবেল নাথ,সহ-সাংগঠনিক সম্পাদক সজল ধর,প্রচার সম্পাদক কৃষ্ণ ধর,কার্যকরি সদস্য লিটন বৈদ্য,জিকু ধর,অপু ধর, শিমুল, দিপংকর দেবনাথ,দিপ্ত ধর,রুবেল ধর,টিকলু ধর,রাজিব ধর,সুজিত ধর,সৈকত ধর প্রমুখ।