আজ ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ বালুখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মিজানুর রহমানেই সন্তুষ্ট এলাকাবাসী


ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ বালুখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান কোনো কারণ ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় মুসল্লি সহ জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।ক্ষোভ বিরাজ করছে শান্তি প্রিয় এলাকাবাসীর মাঝে।জানা যায়, মাওলানা মিজানুর রহমান বালুখালীর বরেণ্য আলেম পরিবারের সন্তান। নিজের গ্রহণ যোগ্যতায় অন্যত্র শিক্ষা বিস্তারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকা স্বত্বেও এলাকাবাসীর অনুরোধে তিনি নিজের এলাকায় দ্ধীনি শিক্ষা বিস্তার ও খাদেম হিসেবে প্রধান শিক্ষকের পদ ছেড়ে দক্ষিণ বালুখালী কেন্দ্রীয় জামে মসজিদের খেদমতে ছিলেন (২০১৬ -২০২৫) পর্যন্ত দীর্ঘ ১০ বছর।কিন্তু মাওলানা মিজানুর রহমান’কে এলাকার মানুষ ইমাম/খতিব হিসেবে চাওয়া স্বত্বেও এলাকার কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র শুরু করে দেন। ওইসব ষড়যন্ত্রকারীদের হটকারী সিদ্ধান্তে ঈদ পূর্ববর্তী (২৮ মার্চ) জুমার নামাজ পড়ানো থেকে বিরত রাখা হয়েছে। অন্য এলাকা থেকে খতিব এনে জুমার নামায পড়ানো হয়েছে।বিগত ১০ বছর পেরিয়ে ঈদপূর্ব সময়ে খতিব মিজানুর রহমানের বিরুদ্ধে এমন হটকারি সিদ্ধান্তে স্থানীয় জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছেন।কি কারণে মাওলানা মিজানুর রহমানের বিরুদ্ধে এহেন আচরণ করা হয়েছে,তার জবাব চাইবেন বলে সংখ্যাগরিষ্ট মুসল্লি ও এলাকাবাসীরা জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর