আজ ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা, আনোয়ারায় নেতা-কর্মীদের উল্লাস


আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আলহাজ্ব ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে রবিবার (২ ফেব্রুয়ারি) পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।আহ্বায়ক কমিটির বাকিদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলীকে আবারও যুগ্ম আহবায়ক এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহবায়ক করা হয়।

এদিকে কমিটি ঘোষণার খবের বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মীরা।

মিছিলটি কর্ণফুলী টানেল সংযোগ সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমুহনী বাজারে বিএনপি কার্যলয়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, জাগির হোসেন সাওদাগর, কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, সদস্য সচিব নাজিম উদ্দিন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, যুবদল নেতা এড. নুরুল কবির রানা, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, শহিদুল ইসলাম সায়েমসহ কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।

সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা জীবন দিয়ে হলেও পালন করার চেষ্ঠা করব। দল ও তারেক রহমানের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবনা। দুঃসময়ের দলের ত্যাগীদের নিয়ে দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের মধ্যদিয়ে দলকে শক্তিশালী করব ইনশা আল্লাহ্।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর