চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৭নং ও ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া মাহাছুম ফকির পাড়া আলোড়ন ক্লাব উদ্যোগে ২য় বারের মতো অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মাহাছুম ফকির পাড়া স্টেডিয়ামে ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি হাজী আবদুল মাবুদ।
চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক মোঃ আবদুল হামিদের সঞ্চালনায় ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব বদিউল আলম সওদাগর, প্রধান মেহমান ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মোঃ আকতার উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ পৌরসভা এলডিপির যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক আলহাজ্ব আবুল কাশেম মুন্সি, রহমানিয়া আহমদীয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম সওদাগর, চন্দনাইশ পৌরসভা এলডিপির ৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হানিফ মোঃ লিটন, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম, বিশিষ্ট দানবীর ও প্রবাসী কাজী আবদুর রহিম, ব্যাংকার জয়নাল হোসেন, ধারাভাষ্যকার ছিলেন আশরাফুল আশেক, আলোড়ন ক্লাবের কার্যকরী সদস্য রাশেদ, তাজউদ্দীন, সুজন, খোরশেদ, ছোটন, নাবিল, সায়েদ, ইকবাল প্রমুখ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় এমএস মাহাছুম ফকির পাড়া ফুটবল একাদশ ১-০ গোলে দুর্ল্লভ পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হন এমএস মাহাছুম ফকির পাড়া ফুটবল একাদশ। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।
Leave a Reply