আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তারেক রহমানের নির্দেশে সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ


অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অব্যহত রেখেছেন চট্টগ্রাম নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

২৪ মার্চ (সোমবার) বিকেল ৪ টায় উত্তর পতেঙ্গা, কাটগড় বাজার ও পিএস আই মার্কেট এলাকায় সাধারণ রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল, পতেঙ্গা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হাকিম, পতেঙ্গা থানা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, পতেঙ্গা হালিশহর শ্রমিক দলের সহ সভাপতি মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য মো.ইয়াছিন, মাষ্টার ফজলু, মো. আক্কাস, জুয়েল, শফিক, সুজন, আবদুল মোনাফ,শাকিল, রিয়াদ।

ইফতার বিতরণকালে নগর যুবদলের সিনিয়র সহ- সভাপতি ইকবাল হোসেন বলেন, গরীব, অসহায় কর্মহীন মানুষের কথা হাজার মাইল দুর থেকে চিন্তা করেন তারেক রহমান।

বাংলাদেশের উন্নয়নে বিএনপি জন্মলগ্ন থেকেই গণমানুষের দল হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। ইতিবাচক কর্মকান্ডে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর