আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে তরুণরা ভূমিকা অপরিসীম: জেলা প্রশাসক


রিয়াজ উদ্দিন, কক্সবাজার:

কক্সবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ঘটিকায় জেলা তথ্য অফিসের উদ্যোগে কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তর

সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন, কক্সবাজার ডাঃ আসিফ আহমেদ হাওলাদার ও কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি জনাব মো: মাহবুবর রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ।

মতবিনিময় সভার শুরুতেই তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক ধারণা পত্র উপস্থাপন করা হয়। এতে বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হয়।  প্রধান অতিথি বলেন, সীমাহীন ত্যাগ—তিতিক্ষা, অসীম সাহসিকতা, অন্যায়—অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আর দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি চব্বিশের গণঅভ্যুত্থান। এই গণ—অভ্যুত্থানের নায়ক ছিল আমাদের তরুণ সমাজ। তরুণদের চতুর্থ শিল্প বিল্পবের সাথে উপযোগী এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence, AI) এর গুণাবলী, ব্যবহার সম্পর্কে দক্ষ করে গড়ে তুলতে হবে।

বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ তরুণ এবং যুব। আমাদের তরুন সমাজকে দক্ষ এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। তরুণদের কাজে লাগিয়ে এর সুফল পেতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, বিশ্বায়নের যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে তরুণরাই আগামীর দিনের উন্নত ও সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবে। উক্ত অনুষ্ঠানে প্রায় তিনশতাধিক তরুন তরুণী এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর