আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তারুণ্যের উৎসব – ২০২৫ উদযাপনের অংশ হিসেবে নৌকা বাইচ উপলক্ষে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত।


মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো >>> তারুণ্যের উৎসব – ২০২৫ উৎপাদনের অংশ হিসেবে নৌকা বাইচ উপলক্ষে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ ফেব্রুয়ারী সকালে খুলনা সার্কিট হাউস সন্মেলন কক্ষে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগীতা রুপসা নদীর ১ নম্বর কাস্টমস ঘাট থেকে খানজাহানআলী সেতু পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামীকাল ৫ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় খুলনার রুপসা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান হতে আসা নৌকা বাইচের ১০ টি দল প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে। নৌকা বাইচ অনুষ্ঠানে সঞ্চালনা করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নৌকা বাইচ প্রতিযোগীতা উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার সংবাদ সন্মেলন গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজের সাথে যুক্ত রাখতে এবং খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। নৌকা বাইচ আবহমান বাংলার একটি সাংস্কৃতিক ঐতিহ্য। বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৌকা বাইচে ১০ টি দল অংশগ্রহণ করবে।প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারকারী দলকে ৭৫ হাজার টাকা, দ্ধিতীয় স্থান অধিকারকারী দলকে ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারী দলকে ৩০ হাজার টাকা প্রদান করা হবে।নৌকা বাইচ উপলক্ষে আগামীকাল সকাল ১১ টায় একটি বর্নাঢ্য শোভাযাত্রা নগরীর শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে ১ নম্বর কাস্টমস ঘাট এসে শেষ হবে। তিনি আরো বলেন, প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিযোগীতার সময় ডুবুরি দল ও অ্যাম্বুলেন্স সহ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রস্তুত থাকবেন।এছাড়াও নৌ দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশ সজাজ দৃষ্টি রাখবে।উৎসবকে কেন্দ্র করে যানযট নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা পরিস্থিতি সাভাবিক রাখতে সংশ্লিষ্ট কতৃপক্ষ তৎপর থাকবে।সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এ্যান্ড অপারেশন্স) মো: কুতুবউদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মো: হুসাইন শওকত, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশের প্রতিনিধি ও খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর