সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্য নিয়ে নিয়ে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ বিরোধী প্রচারণা বিষয়ক জনসচেতনতামূলক প্রশিক্ষণ ২৩ জানুয়ারি বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার জাকির হোসেন। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন থানা পুলিশের উপ-পরিদর্শক রজিব হাসান।