আজ ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তামাকুমকন্ডি লেইন-এর প্রধান চলাচলের রাস্তার বেহাল


চট্টগ্রাম নগরীর তামাকুমন্ডি লেইন-এর চলাচলের প্রধান সড়কটি উচু নিচু হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে তামাকুমন্ডি লেইনে আগত কাষ্টমার/ব্যবসায়ী/কর্মচারীরা চলাচলের পথে দূর্ভোগ সৃষ্টি করে। ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টি হলেও কোথাও কোথাও রাস্তার গর্তে আগে হওয়া বৃষ্টির পানি জমে থাকে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের এই রাস্তাটির করুণ দশা হয়েছে। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।

তামাকুমন্ডি লেইনের সাজ্জাদ হোছাইন (সাজু) নামে এক ব্যবসায়ী জানান, রাস্তার অবস্থা এতই শোচনীয় যে এখানে চলাচল করা এখন খুব কঠিন। এটা বিগত অনেক বছর যাবদ উপলদ্ধি করছি।শুধু তাই নয় বিভিন্ন মার্কেটের দোকান এর ঢাকা বা ইন্ডিয়ান মালামালের পণ্যবাহী ঠেলাগাড়ি যাতায়ত হয় এই রাস্তা দিয়ে, উচু নিচু রাস্তা হওয়ার কারণে যে কোন সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
তিনি জানান, এই রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য পদক্ষেপ নিলে তাহলে সাধারণ কাষ্টমার,ব্যবসায়ী ও কর্মচারী ভাইয়েরা বড় দুর্ঘটনার হাত থেকে বেচে যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর