আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল


বিনোদন ডেস্ক

সড়ক দুর্ঘটনায়আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। আজ শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন রুবেলের সঙ্গে থাকা ২ জন। বরগুনার আমতলীতে যাওয়া পথে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান নায়ক নিজেই।

দৈনিক আমাদের সময় অনলাইনকে রুবেল বলেন, ‘আজ অল্পের জন্য বেঁচে গেছি। বরগুনা আমতলীতে কারাতে একটি একাডেমির আয়োজনে আজ আমার অংশ নেওয়ার কথা। তাই সকালে আমরা মাইক্রোবাসে করে সেখানে যাচ্ছিলাম। আমাদের গাড়ি চালক একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দেখতে পায়, সামনে থেকে দ্রুত গতিতে আরেকটি বাস আসছে। তখন উপায় না পেয়ে মাইক্রোবাসটি রাস্তার একপাশে নামিয়ে দেয়। সেসময় একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় গাড়ির একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। ভাগ্য ভালো হওয়ায় আল্লাহ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তবে মাইক্রোবাসে থাকা সবাই কমবেশি আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা একটু বেশি খারাপ। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরাও সেই হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়েছি। আমার খুব বেশি কিছু হয়নি। দুজনকে হাসপাতালে রেখে আমরা এখন বরগুনার আমতলীতে পথে আছি।’

এদিকে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চিত্রনায়ক রুবেলসহ আরও দু’জন আহত হন। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতা মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, ‘সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল তাদের বহনকারী একটি মাইক্রোবাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। দুইজন আহত হয়েছেন। তবে নায়ক রুবেল সুস্থ আছেন।’

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর