আজ ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেসটিনির চট্টগ্রাম বিভাগের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


‎এস. এ. নয়ন, ‎রাঙ্গুনিয়া 

‎ ডিএসএমএফ ব্লু চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত ডেসটিনি সময় সাময়িক বিষয় নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল (১৫ মার্চ শনিবার) বিকাল ৪টার সময় এ কে খান মোড় সংলগ্ন নবাব বাড়ী হোটেল এন্ড রেষ্টুরেন্টে ডিএসএমএফ ব্লু চট্টগ্রাম বিভাগের সভাপতি জনাবা নুর নাহার বেগমের এর সভাপতিত্বে ও মিসেস টিনামনি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে ডেসটিনির সম সাময়িক বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিএসএমএফ ব্লু চট্টগ্রাম বিভাগের প্রধান জনাবা নুর নাহার বেগম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের এডমিন জনাব আবদুল আউয়াল রোকন ও সাংগঠনিক সম্পাদক জনাব আবদুল মান্নান।

আরো উপস্থিত ছিলেন জেলা ও থানা প্রধান সহ বিভিন্ন দায়িত্বশীল লিডারবৃন্দের মধ্যে. মিডিয়া কর্মী এস.এ. নয়ন,মো. কেফায়েতউল্লা, মো. সাহাব উদ্দীন, আবুল খায়ের, নুরুল ইসলাম, মোরশেদ আলম, মো. আবদুল্লাহ্, রনজিত নাথ, মোহাম্মদ নুরুল আলম, জাফর উদ্দীন, সুভাষ নাথ, ছবি রাণী পিএসডি সহ অনেক নেতৃবৃন্দ। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন-হাফেজ মাওলানা মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি সকলের উদ্দেশ্য বলেন অর্থ নৈতিক মুক্তির জন্য স্বচ্চতায় সমাজ-দেশ উন্নয়ন করা সহজভাবে সম্ভব। তাই সাংবাদিকদের বধান্যতায় সমৃদ্ধিশালী দেশ বিনির্মান করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর