মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও নবায়ন না থাকায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুন) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সহায়ক সদস্য মো. শাহ্ আলম, এসএম জামাল উদ্দিন প্রমূখ।