কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরী চোরাই মদসহ আব্দুল্লাহ (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (০৯ অক্টোবর ) রাতে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্র এলাকাধীন শীলখালী কানেক্টিং রোডের মূখে অভিযান চালিয়ে চোরাই মদসহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে। সে বাহারছড়া শামলাপুর নয়াপাড়ার এলাকার নূর কবিরের ছেলে। থানা সূত্রে জানা যায়, বুধবার (০৯ অক্টোবর ) রাত ১ টা ১০ মিনিটের সময় টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বাহারছড়া এলাকাধীন শীলখালী কানেক্টিং রোডের মূখে টেকনাফ থানা পুলিশের অভিযান চালিয়ে বাহারছড়া শামলাপুর নয়াপাড়ার এলাকার নূর কবিরের ছেলে মাদক কারবারি আব্দুল্লাহকে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আটক করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বরত ইনচার্জ মোঃ দস্তগীর হোসেন জানান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানের একটি অংশ হিসেবে আমরা গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩০ লিটার চোলাই মদ সহ আব্দুল্লাহ নামে একজন আসামী গ্রেফতার করি। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে
মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।।
আবদুর রাজ্জাক, কক্সবাজার জেলা প্রতিনিধি