আজ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফ জলসীমা অতিক্রম করে এপারে ঢুকলো ৩৪ রোহিঙ্গা


শ.ম.গফুর:

মিয়ানমার থেকে সাগর পাড়ি দিয়ে টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে টেকনাফে অনুপ্রবেশ করলো নারী-পুরুষ ও শিশুসহ ৩৪ জন রোহিঙ্গা।তারা ফিশিং বোট পাড়ি দিয়ে এপারে আসেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর শিলখালীর নৌকা ঘাটের দক্ষিণ পাশের ঝাউবন দিয়ে তারা অনুপ্রবেশ করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।মিয়ানমারের মংডু থেকে পালিয়ে টেকনাফের মেরিন ড্রাইভে আসা রোহিঙ্গাদের একজন কেফায়েত উল্লাহ সাংবাদিকদের বলেন, রাখাইন রাজ্যে সাম্প্রতিক যুদ্ধে আরাকান আর্মির দখলে যাওয়া শহর ও গ্রামে থাকা কঠিন হয়ে পড়ছে। তাই প্রাণ বাঁচাতে সন্তানদের নিয়ে ফিশিং বোটে করে রওয়ানা দেওয়ার ৪দিন পর বাংলাদেশে প্রবেশ করি।

রাখাইনে খাবার সংকটসহ নানা সমস্যা তৈরী হয়েছে। কোনো যুবক দেখলে আরাকান আর্মির সদস্যরা ক্যাম্পে ধরে নিয়ে যাচ্ছে। ঠিকমতো কোনো কাজ করতে পারছি না। আরাকান আর্মি যুদ্ধের অজুহাত দেখিয়ে ওখানে থাকা রোহিঙ্গাদের বাড়ি-ঘরে হামলা করছে। এ কারণে আমরা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছি।স্থানীয় সূত্র জানায়, সকালে অনুপ্রবেশের পর, এসব রোহিঙ্গারা যে যার মতো করে পালিয়ে ক্যাম্পে ঢুকে গেছেন।টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি তারা জানেন না। জল ও স্থল সীমান্তের এ বিষয় নির্দিষ্ট সংস্থা দেখভাল করেন বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর