আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে অপহ্নত ২জন উদ্ধার:৩ অপহারক গ্রেফতার


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত দুই রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ পাচারকারী চক্রের তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় টেকনাফ সদর মাঠপাড়া ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে অপহ্নতদের উদ্ধার এবং অপহরণকারীদের আটক করা হয়।

উদ্ধারকৃতরা হলো, বালুখালী এফ-ডব্লিউ ক্যাম্পের আবুল বাসের”র ছেলে শামসু (৫০), বালুখালী ক্যাম্প ১১’র আব্দুস শুক্কুর’র ছেলে আনিসুল আলম (২৮)।অপহরণকারী চক্রের সদস্যরা হলো,টেকনাফ সদর ইউনিয়নের পুরান পল্লানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সাইফুল (২২), মাঠপাড়া এলাকার কবির’র স্ত্রী মরিয়ম (৫০) ও রবিউল’র স্ত্রী নছিমা আক্তার (৫০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, সোমবার (২৫ নভেম্বর) সকালে দুই রোহিঙ্গাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় অপহরণ চক্রের সদস্যরা।অপহ্নতদের স্বজনরা মামলা করেন। মঙ্গলবার সকাল ৯টায় স্থানীয়দের সহযোগিতায় দুই অপহ্নতা সহ অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়। আটকদের কক্সবাজার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর