আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফের বাহারছড়া ঢালায় ৩ পরিবহণ শ্রমিক অপহরণ


ভ্রাম্যমাণ প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ঢালায় অস্ত্রের মুখে জিন্মি করে ট্রাকের ৩ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটেছে বলে জানান, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. দস্তগীর হোসেন। তবে অপহৃতদের নাম ও পরিচয় তাৎক্ষনিক নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।স্থানীয়দের বরাতে দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাক যোগে ৭/৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল।

পথিমধ্যে বাহারছড়া ঢালা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত একদল লোক অস্ত্রের মুখে গাড়ীটি থামায়। পরে গাড়িতে থাকা সহকারীসহ ৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।স্থানীয়রা খবরটি পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা ৩জনকে ছেড়ে দিলেও অপর ৩জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। দুর্বৃত্তরা অপহৃতদের জিন্মি রেখেছে, নাকি ছেড়ে দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত হতে না পারলেও পুলিশ তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি। পরিদর্শক দস্তগীর হোসেন জানান, কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর