আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জ‌মি থে‌কে মা‌টি অপসারণে জড়িত ইউপি সদস্য হাটহাজারীর গড়দুয়ারায় ভেকু জব্দ,অর্থদন্ড


মোঃ শোয়াইব,হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারী  উপজেলার গড়দুয়ারা  ইউনিয়ন এলাকায়  জ‌মি থে‌কে  টপসয়েল মা‌টি কর্তনের অপরা‌ধে ১টি ভেকু মেশিন জব্দ ও ৫০হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মা‌টি কাটার সা‌থে জ‌ড়িত একজনকে  আটক করে। বুধবার(২৩ফেব্রুয়ারী) দুপুরে   আনসার ফোর্স নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম  ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে ভেকুটি জব্দ করে ভেকুর ব্যাটারী খুলে নেয়। এভাবেই প্রকাশ্যে জমির উপরিভাগ টপসয়েল মাটি কর্তনের কারনে হুমকির মুখে পড়ছে কৃষিজমি গুলো। স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে,  উপজেলার গড়দুয়ারা  ইউনিয়ন পরিষদের সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান ফোরকান (মেম্বার) প্রভাব খাটিয়ে তার নিজস্ব ১টি ভেকু মেশিন ব্যবহার করে ফয়জিয়া মাদরাসা সংলগ্ন আলী আহমদ মাষ্টারের বাড়ী এলাকায় জমি নষ্ট করে পুকুর খন‌নের জন্য মাটি কাটছে। প্রশাসের অগোচরে ক্ষমতার দাপট দেখিয়ে এ ভাবে  জমির উর্বর মাটি কেটে জমির শ্রেণী পরিবর্তন করে মাছ চাষের জন্য পুকুর খনন করছে। যদিও ওই মেম্বার  অস্বীকার করে বলেন, ভেকুটি আমার,গত ৫ বছর আগে ভেকুটি ক্রয় করে নোয়াখালী জেলায় ভাড়া দিয়েছি।  একজন ব্যক্তি তার কাজের জন্য নিজের জমি থেকে মাটি কেটে নিচ্ছে আমি শুধু ভাড়া দিয়েছি। কৃষি জমি থেকে মাটি কাটা অপরাধ সে বিষয়টি নাকি তিনি জানেননা। দীর্ঘ ৬ বছর জনপ্রতিনিধি  হয়েও নাকি এগুলোর বিষয়ে কিছুই জানেনা বলে তিনি জানান। এদিকে গড়দুয়ারা নয় শুধু হাটহাজারীর ধলই, ফরহাদাবাদ,মির্জাপুর ইউনিয়নের দিবানিশি পাহাড় ও কৃষি জমির মাটি কাটার মহোৎসব চলছে। যদিও নজরে পড়ছেনা জনপ্রতিনিধিদের। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মো. শাহিদুল আলম বলেন,গড়দুয়ারা ইউনিয়নে জমি থেকে টপসয়েল মাটি কেটে শ্রেণী পরিবর্তন করছে।জমিতে শ্রেনী পরিবর্তনের কোন সুযোগ নেই। কিছু অসাধু ব্যা‌ক্তি  ভেকু চালিয়ে জমি থেকে মাটি কাটছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  ব্যবহৃত একটি ভেকু মে‌শিন জব্দ এবং ১ জন‌কে আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।নিয়মিত এ অভিযান অব্যাহত থাক‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর