ওসমান হোসাইন(চট্টগ্রাম)প্রতিনিধি:
বহু মুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র(জেই এসসি) চট্টগ্রাম উদ্যোগে,২৭জুন সোমবার থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ চট্টগ্রাম আগ্রাবাদ নিজস্ব কার্যালয়ে ২০ জন উদ্যোক্তা কে নিয়ে।
জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার(জেডিপিসি)সহযোগিতায় অনুষ্টিত হয় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ।
উক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা পাট পণ্য পরিচিতি,কাটিং,সেলাই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে বলে জানান (জেইএসসি) চট্টগ্রাম সেন্টারে দায়িত্বরত কর্মকর্তা"স্বপন চন্দ্র মোহন্ত"এই বিষয় নিশ্চিত করেন। তিনি আরও বলেন পাট কে ব্যাপক ভাবে পরিচিতি করা,অল্প পুজিঁতে একজন উদ্যোক্তা তিনি চাইলে পাটপণ্য নিয়ে ব্যাবসা শুরু করতে পারবেন। তাই আমরা উদ্যোক্তা সৃষ্টির জন্য উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করে থাকি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন " চট্টগ্রাম ওমেন্স চেম্বার অফ কর্মাস"প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক
রোকসানা আক্তার চৌধুরী রুহী মোস্তফা, উপস্থিত ছিলেন প্রশিক্ষক শিউলী খাতুন। উদ্যোক্তা প্রশিক্ষণ ৫ দিন ব্যাপী সকাল ১০থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত চলবে।
প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।