আজ ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই স্মৃতি চর্চার নামে ঈদগাঁওতে অশ্লীল-বেহায়াপনা উৎসব বন্ধে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে ঈদগাঁওতে “জুলাই স্মৃতি চর্চা ও পিঠা উৎসবে”র নামে অশ্লীল-বেহায়াপনা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) জুমার নামাজ শেষে ঈদগাঁও বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা পূর্বঘোষিত মানববন্ধনে যোগ দেন। বর্ষীয়ান আলেমেদ্বীন মওলানা আব্দুর রহমান আজাদ ও ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মওলানা জহিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, জাতির শ্রেষ্ট সন্তান জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া প্রয়োজন।কোন ধর্ম ও জনবিরোধী কর্মকান্ড নয়। সুতারাং আজ মহাসড়কের উপর দাড়িয়ে শহীদদের জন্য দোয়া করছি এবং করেই যাব। কিন্তু জুলাই স্মৃতি চর্চার নামে পিঠা উৎসবের আড়ালে কোমলমতি শিক্ষার্থীদের সরলতাকে পূঁজি করে ছাত্র -জনতার মর্যাদাহানির অপচেষ্টা করছে কথিত ব্যর্থ মেলা চক্র ।

বক্তারা আরো বলেন,চলতি মাসের শুরু থেকে ইসলামাবাদের খোদাইবাড়ীতে উপজেলা পরিষদের নাকের ডগায় “জুলাই স্মৃতি চর্চা ও পিঠা উৎসব”র নামে অশ্লীল-বেহায়াপনা উৎসব আয়োজনের চেষ্টা করছে।এতে জড়িত শিক্ষার্থী ভাইদের এ উৎসব থেকে নিবৃত্ত থাকতে বার বার বুঝানো হয়। কিন্তু উল্টো তারা কয়েকদিন পুর্বে আলেমদের বিরুদ্ধে মানববন্ধন করছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা উপজেলার শান্ত পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

উল্লেখ্য, বিগত ১৫ ও ১৬ ডিসেম্বরের পর থেকে উপজেলার একটি লোভী চক্র জুয়াড়ি চক্রের বিশাল অংকের অর্থায়নে বিভিন্ন স্থানে তিন দফায় বিভিন্ন নামে মেলার আড়ালে জুয়া ও অশ্লীল বেহায়াপনা আসর আয়োজনের চেষ্টা করে। কিন্তু তৌহিদী জনতার প্রতিবাদের মুখে বারবার ব্যর্থ হয়। এর জেরে প্রতিশোধের মিশন হিসেবে জুলাই স্মৃতি চর্চার ব্যানারে কোমলমতি ছাত্রদের সাথে তৌহিদী জনতাকে মুখোমুখি দাড় করিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। তারা অবিলম্বে কথিত অর্থ লোভি মেলা চক্র ও জুয়াড়িদের উৎসব ষড়যন্ত্রের ফাঁদ থেকে সাধারণ ছাত্রদের রক্ষা করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর