নিজস্ব প্রতিবেদক >>> ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও হতাহতদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে সাংবাদিক সমাজ সহ সকল শ্রেনীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।ফ্যাসিষ্টদের আধিপত্য মোকাবেলায় এখনই পদক্ষেপ নিতে হবে।সকল অপশক্তি থেকে সতর্ক থাকতে হবে।অর্জিত স্বাধীনতা রক্ষায় সকলে আন্তরিক হয়ে কাজ করতে হবে।রোববার দুপুরে কাপ্তাই উপজেলা মিলনায়তনে "জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কাপ্তাই পেশাদার সাংবাদিকদের করণীয়" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নেটওয়ার্ক কো-অর্ডিনেটর ও চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান এ কথাগুলো বলেন।আলোচনা সভায় বিজয় মারমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক রবিউল হোসেন চৌধুরী রিপন।সভাপতিত্ব করেন কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাহফুজ আলম।বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার রহমত উল্ল্যাহ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাংবাদিক এয়াকুব আলী মনি,রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরী,জেলা বিএনপির নেতা জাফর আহমদ স্বপন,কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন অর রশীদ রতন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন মামুন,বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার আমীর লোকমান হোসেন,সাংবাদিক আলমগীর কবির,সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা,ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন,উপজেলা যুবদল সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা সেচ্ছাসেবক দল আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহবায়ক সেকেন্দার আলী রাসেল, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো: ইব্রাহিম, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক আবদুল আল মামুন (অপু), কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট বৈষম্য বিরোধী আন্দোলনের আহত ছাত্র ওয়াহিদুল ইসলাম, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ,৭১ টিভি কাপ্তাই উপজেলা প্রতিনিধি রিপন মারমা, দৈনিক দিনকাল সাংবাদিক শহিদুল ইসলাম,মো: জয়নাল আবেদীন প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন ও আহতদের সুস্থতায় দোয়া কামনা করা হয়।ছবির ক্যাপশন: কাপ্তাইয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান।