মোঃ রবিউল হোসেন খান:
সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে। ১৮ জানুয়ারী সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। খুলনা মহানগর জাসাস এ প্রতিযোগীতার আয়োজন করে। খুলনা মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) খুলনা মহানগর আহবায়ক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব কে এম জলিলের সঞ্চালনায় এ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
এ সময় তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।শিশদের মেধা ও মনন বিকাশে পড়ালেখার পাশাপাশি চিত্রাঙ্কন ও রচনা লেখা ও জানার আগ্রহ তাদের ভেতর সৃষ্টি করতে হবে। পুথিগত বিদ্যার পাশাপাশি শিশুদের জীবন মান বিকাশে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার কোন বিকল্প নেই। তাই প্রতিটি পিতা মাতার ছোট বেলা থেকে লেখাপড়ার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় প্রশিক্ষিত করে গড়ে তোলা উচিত। বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল আজ খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর জাসাস এর উদ্যোগে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি আহবায়ক এ্যাড: শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক সৈয়দা রেহানা ঈসা, জাসাস খুলনা মহানগর যুগ্ম আহবায়ক নুরুজ্জামান নিশাত সহ খুলনা মহানগর জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে বিকাল ৪ টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Leave a Reply