জামালপুরে মানববন্ধন করে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ,
বৃহস্পতিবার (২৪ অক্টোবর)সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে,বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ,ছয় দফা দাবিতে মানববন্ধন করে
এই সময় বক্তব্য রাখেন,কিবরিয়া গোলাম মহাসিন সভাপতিতে আহবায়ক বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ, সঞ্চালনায় আকিবুর রহমান, ফারদিন আহাম্মেদ,সদস্য সচিব,আবু সায়েদ,ফামাসিস্ট জামালপুর মেডিকেল কলেজ মোবারক হোসাইন ,সহ অনেকেই বক্তব্য রাখেন।
মানববন্ধনের দাবি করেন ,স্বতন্ত্র পরীদপ্তর গঠন করতে হবে,ডিপ্লোমাধারীদের দশম গ্রেডে,দ্বিতীয় শ্রেণী গেজেটেড,পদমর্যাদায় প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নীতিমালায় অনুযায়ী অনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা করতে হবে, পাশাপাশি অগ্রধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত কৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।
জামালপুরে মানববন্ধন এ বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ,সকল ছাত্র উপস্থিত ছিলেন।
মোঃরাকিব হাসানঃ জামালপুর প্রতিনিধি,