রাকিব ইদ্রিস
যেকোনো মূল্যে প্রথম পর্বে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা করার ঘোষণা দিয়েছে সাদ এর অনুসারীরা। শতভাগ আশা প্রকাশ করে তারা বলে অন্তবর্তী সরকার সাদকে দেশে আনতে সহযোগিতা করবে। আলেম-ওলামা কর্তৃক পরিচালিত তাবলীগ জামাতের মহাসমাবেশে লক্ষাধিক মানুষের ঢল দেখে কিছুটা হিংসাত্মকভাবে তারা বলেছে যে,কোন জনদুর্ভোগ সৃষ্টি করে সমাবেশ করবে না সাদপন্থীরা।
কারো তাবেদারী করে না সাদপন্থীরা এমন মন্তব্য করে তারা বলেন, গতকাল যোবায়েরপন্থীরা(আলেম-ওলামা কর্তৃক পরিচালিত তাবলীগ জামাত) গতকাল যে সমাবেশ করেছে তা ৯০ শতাংশ তাবলীগ জামাতের লোক নয়।
এছাড়া কাকরাইল মসজিদ নিয়ে সাদপন্থীরা বৈষম্য শিকার বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।এ সংকট সমাধানের বর্তমান সরকার সহযোগিতা কামনা করেন সাদপন্থীরা। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাদপন্থীরা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।সট মুফতি জিয়া বিন কাশেম,সভাপতি, প্রতিষ্ঠাতা,মারকাজুল উলুম আশ মাদ্রাসা।
Leave a Reply