নিজস্ব প্রতিবেদক : অনিয়ম-দূর্নীতি ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করার অভিযোগে নগরীর বিভিন্ন খাল-নালা পরিদর্শন ও অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে দুদকের চট্টগ্রাম জেলা এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাধীন জলাবদ্ধতা নিরসনকল্পের খাল-নালা গুলোকে বেছে নেয় দুদক টিম।
অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্পে নিয়োজিত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে এবং প্রকল্প সংশ্লিষ্ট আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক রিয়াজ উদ্দিন বলনে, প্রকল্পের ডিপিপিতে উল্লিখিত প্রস্তাবিত রেলিংয়ের দৈর্ঘ্যের সাথে পরিদর্শনকালে প্রাপ্ত দৈর্ঘ্যের মিল পাওয়া যায়নি এবং আরও কিছু অনিয়ম দৃষ্টিগোচর হয়। এছাড়াও তিনি জানান, এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা হয়েছে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, নগরীর হিজরা নালায় পড়ে শিশু মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিবকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গেলো চার বছরে নিরাপত্তা ব্যারিয়ার ও স্লেব বিহীন নালা-খালের মৃত্যুকূপে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে মোট ১ হাজার ১৩৭ কিলোমিটার খাল-নালা রয়েছে। মোট খালের সংখ্যা ৫৭ টি। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬টি খালে কাজ চলছে।
২০১৮ সালে প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ২০২০ সালের জুনে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ৩৬টি খালের পরিষ্কার-খনন ও ৩২০ কিলোমিটার ড্রেন পরিষ্কার ও খননকাজ এখনো চলমান রয়েছে।
Leave a Reply